রাজধানীর কাওরান বাজারের স্টারকাবাবের সামনে ইটিসি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গুলিস্তান থেকে যাত্রীবাহী বাসটি গুলিস্তান থেকে মিরপুরে যাচ্ছিল।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে দৃবৃত্তরা। সন্ধ্যার পর শাহবাগের রাস্তায় দুটি, দোয়েল চত্বরে দুটি, প্রেসক্লাবের সামনে দুটি ককটেলের বিষ্ফোরণ ঘটেছে।
এর আগে সেগুন বাগিচা এলাকায় একটি প্রাইভেট কারে আগুণ দিলে তা ভস্মীভুত হয়। সেগুনবাগিচা এলাকায় গ্যারেজে রাখা গাড়িতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। ১৮ দলীয় জোটের সভা শেষ হবার পরপরই লোকজন দ্রুত জনসভা স্থল ত্যাগ করে চলে যায়।
দিনভর এমনিতেই জনমনে আতঙ্ক বিরাজ করছিল সমাবেশ নিয়ে। রাজধানীতে সারাদিন গাড়ি চলাচল করেছে খুবই কম। জরুরী কাজ না থাকলে কেউই বাসা থেকে বের হননি। সন্ধ্যার পর রাজধানীতে একেবারেই ফাঁকা হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন