রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

কওমি মাদরাসা শিক্ষা আইন পাস করলে দেশে গৃহযুদ্ধ হবে : আল্লামা শফী

Allama-Shafiকওমি মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন-২০১৩’ পাস করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী বলেছেন, কওমি মাদরাসা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত, এখানে ইসলামের মৌলিক আকিদাহ শিক্ষা দেয়া হয়। ইসলাম চর্চায় কওমি মাদরাসাগুলো মুখ্য ভূমিকা রাখছে। আইন হলে কওমি মাদরাসা স্বকীয়তা হারাবে, নাস্তিক-মুরতাদদের সাথে সঙ্ঘাত বাধবে। সরকার কওমি মাদরাসা শিক্ষা আইন পাস করলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। কওমি মাদরাসার শিক্ষক, ছাত্র ও শুভাকাঙ্ক্ষীদের শহীদ করার পরে এ আইন পাস করা যাবে। ভারতে অসংখ্য কওমি মাদরাসা থাকলেও সে দেশে এ মাদরাসা নিয়ন্ত্রণের জন্য সরকার কোনো আইন করেনি। আমরা সরকারের বিরুদ্ধে নই, তবুও কেন যেন প্রধানমন্ত্রী কওমি মাদরাসার পেছনে ছুটছেন।
 রোববার হেফাজতের সংবাদ সম্মেলন শেষে দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এ আইন করার ক্ষেত্রে আমার নাম জড়িয়ে যে সুপারিশ বা প্রস্তাবের কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। পরে হেফাজত আমির দেশ, ইসলাম ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম সম্পাদক মাওলানা মঈন উদ্দিন রুহী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ