শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

চট্টগ্রামের লালখান বাজার ও বহদ্দার হাটে ভাংচুর-অগ্নি সংযোগ

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সমাবেশ চলাকালীন চট্টগ্রাম নগরীর লালখান বাজার ইস্পাহানি মোড়ে তান্ডব চালিয়েছে বিএনপি ও জামায়াত শিবির কর্মীরা। পুলিশের উপর হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ ব্যাপক তান্ডব চালিয়েছে তারা।
পরে বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে ফাঁকা গুলি চালালে তারা পালিয়ে যায়। শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বিনা উস্কানিতে ইস্পাহানি মোড় এলাকায় ইটপাটকেল নিয়ে ভাংচুর শুরু করে বিএনপি ও জামায়াত-শিবির কর্মীরা। একদল অবস্থান নেয় ওয়াসা মোড়ে। অন্যদল ইস্পাহানি মোড়ে তান্ডব চালায়। ওয়াসা মোড় থেকে ইস্পাহানি মোড় পর্যন্ত কয়েকটি স্থানে অগ্নিসংযোগ করে। আশপাশের অস্থায়ী দোকানপাট ভাংচুর করে নিয়ে এসে সড়কে অগ্নিসংযোগ করে তারা। এছাড়া সড়কে টায়ার জ্বালানো হয়।
এসময় পুলিশ বাধা দিতে চাইলে কয়েক’শ কর্মী জড়ো হয়ে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। বিএনপি ও জামায়াত-শিবির কর্মীদের আক্রমণে পুলিশ পিছু হঠে।
এর আগে বহদ্দার হাট এলাকায় আওয়ামী লীগের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বহদ্দারহাট এলাকা দিয়ে মিছিল নিয়ে কাজির দেউড়ির সমাবেশে আসার সময় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বহদ্দারহাট ফ্লাইওভার নির্মানের বিভিন্ন সামগ্রী ভাংচুর চালায় তারা। এছাড়া বিএনপি’র মিছিলটি সমাবেশে আসার সময় বহদ্দার হাট ও চকবাজার এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাসার কাঁচ ভাংচুর করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ