শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩

বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ

নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যক্তা এক যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিম প্রতারক ধর্ষকের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করছে।

জানা যায়, উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে স্বামী পরিত্যক্তা রোজিনা আক্তারকে (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দিন ধরে তার সঙ্গে শারীরিক প্রেমের সম্পর্ক গড়ে তুলে একই ইউনিয়নের সাজিউড়া গ্রামের সুলতু মিয়ার ছেলে জাকির হোসেন আঙ্গুর(৩০)। এক পর্যায়ে গত ২৩ অক্টোবর বুধবার বিয়ের কথা বলে রোজিনাকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে কিশোরগঞ্জে নিয়ে যায়। প্রতারক আঙ্গুর সেখানে একটি বাসায় তাকে রাতভর ধর্ষন করে । পরদিন বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে আঙ্গুর রোজিনাকে আবার কেন্দুয়া নিয়ে আসে। পরে কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকায় তাকে বসিয়ে রেখে কাজী আনার কথা বলে আঙ্গুর পালিয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আঙ্গুরের বাড়িতে এসে বিয়ের দাবীতে অবস্থান নেয় রোজিনা। রোজিনা আক্তার শুক্রবার সাংবাদিকদের জানান, বিয়ের কথা বলে আঙ্গুর আমাকে ধর্ষন করেছে। এখন সে আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশাররফ হোসেন জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ