শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩

ঝিনাইদহে র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীদের ৪৭ লাখ টাকা ছিনতাই

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আমবাগান নামক স্থানে র্যা ব পরিচয় দিয়ে এলাকার চামড়া ব্যাবসায়ীদের ৪৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার এই ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির উদ্দীন মোল্লা জানান, পাবনার ঈশ্বরদী উপজেলার চামড়া ব্যবসায়ী হাজি মোহাম্মদ শুকুর আলী মোবাইলে অভিযোগ করেন, র্যা বের পোশাক পরিহিত দুর্বৃত্তরা তাদের মারধর করে ৪৭ লাখ টাকা ছিনতাই করেছে।
চামড়া ব্যবসায়ীরা একটি মাইক্রোবাস নিয়ে ঈশ্বরদী থেকে চামড়া কিনতে যশোর শহরের রাজারহাট যাচ্ছিলেন। তাদের বহনকৃত মাইক্রোবাসটি শনিবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের আমবাগান নামক স্থানে পৌছালে র্যা বের পোশাক পরিহিত ৮ সদস্যের একটি দুর্বৃত্ত দল মাইক্রোবাসটির গতিরোধ করে। এরপর চামড়া ব্যবসায়ীদের একটি বাগানের মধ্যে নিয়ে  বেধড়ক মারপিট করে তাদের কাছে থাকা  ৪৭ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
চামড়া ব্যবসায়ী হাজি মোহাম্মদ শুকুর আলী জানান, ঢাকার হাজারীবাগের মেসার্স ভলুয়াডাঙ্গা লিমিটেডের টাকা নিয়ে তারা দেশের বিভিন্ন স্থান থেকে চামড়া কিনে সরবরাহ করেন। তিনি আরো জানান, শনিবার পাঁচজন চামড়া ব্যবসায়ী ঈশ্বরদী থেকে যশোর যাওয়ার পথে দুর্বৃত্তদের একটি সিলভার রংয়ের মাইক্রোবাস সামনে থেকে গতিরোধ করে র্যা ব পরিচয় দিয়ে টাকা ছিনতাই করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির উদ্দীন মোল্লা জানান, চামড়া ব্যবসায়ীরা কালীগঞ্জ থানায় কোনো মামলা করতে রাজি হননি।
তিনি বিষয়টি রহস্যজনক হিসেবে মন্তব্য করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ