শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩

ইভটিজারদের ভয়ে এখন আর নারীদের ঘরে বন্দি হয়ে থাকতে হবে না। তার জন্য ছ-ইঞ্চির ছোট্ট একটা শিশিই যথেষ্ট। তাতেই কাবু হতে পারে ইভটিজাররা। বর্ষবরণের রাতের আগে কলকাতায় এমনই স্প্রে-র রমরমা বাজার। ইভটিজার কাছে আসা মাত্রই একবার স্প্রে।। ব্যাস কম করে দু-ঘণ্টার জন্য কুপোকাত।
কলকাতায় মহিলারা কতটা নিরাপদ ? এ নিয়ে বিতর্ক হতেই পারে। কারণ গত কয়েক মাসে কলকাতায় বিভিন্ন জায়গা থেকে উঠেছে একাধিক ধর্ষণের অভিযোগ। আর দিল্লিতে ধর্ষণের ঘটনা সেই আতঙ্ক বাড়িয়ে তুলেছে কয়েক গুণ।  পুলিশ, প্রশাসন নয়, নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদের হাতে রাখতে কলকাতার মহিলাদের সঙ্গী ছোট্ট এক টিনের শিশি। গোলমরিচ, লঙ্কার গুড়ো, আর নানা ধরনের রাসায়নিক মেশানো এক তরল।  একবার স্প্রে করলেই হল।  সঙ্গে সঙ্গে শুরু হবে চোখ জ্বালা আর কাশি । চলবে প্রায় দু ঘণ্টা।
প্রায় দুবছর আগে থেকেই মধ্য কলকাতার একটি দোকানে শুরু হয়েছিল এই স্প্রে বিক্রি। কিন্তু ইদানিং চাহিদা হঠাৎই কয়েকগুণ বেড়েছে। পুরুষরাও কিনছেন স্প্রে। তবে চাহিদা বেশি মহিলাদের মধ্যে। চারশো থেকে পাঁচশো টাকা খরচ করলেই মিলবে একটি স্প্রে-র শিশি। ন-বার স্প্রে করা যাবে। তবে একটু সাবধান। স্প্রে করার সময় অবশ্যই চেপে রাখতে হবে আপনার নিজের নাকটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ