বর্তমান সরকারের পতন হলে মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক জামায়াত নেতারা মুক্তি পেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশে বক্তব্য দানকালে তিনি এই ইঙ্গিত দেন।
খালেদা জিয়া অবশ্য সরাসরি জামায়াত নেতাদের নাম বলেননি। তবে তিনি বলেন, ‘বর্তমান সরকার অন্যায়ভাবে সব রাজনৈতিক নেতাদেরকে জেলখানায় পুড়ে রেখেছে। এই সরকারকে যেদিন বিদায় করবেন সেদিন রাজনৈতিক নেতারা মুক্তি পাবেন সবাই’।
দুপুরে সমাবেশ শুরুর আগে সকালেই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মঞ্চের সামনে অবস্থান নেয়। তারা মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক জামায়াত নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন গোটা সমাবেশ চলাকালে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী তিন নায়েব আমির আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আব্দুস সুবহান এবং দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ তিন সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী বর্তমানে আটক আছেন।
এর মধ্যে আপিল বিভাগ কাদের মোল্লার ফাঁসির রায় দিয়েছে। আর সাঈদী, মুজাহিদ এবং কামারুজ্জামানের ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিজামীর বিচারও শেষ পর্যায়ে। এই অবস্থায় এসব নেতাদের মুক্তির দাবিকেই প্রধান করে তুলে জামায়াত-শিবিরের কর্মীরা।
খালেদা জিয়ার বক্তব্য চলাকালেও জামায়াত-শিবির কর্মীদের এসব স্লোগান চলতে থাকে। এরপরই খালেদা জিয়া উপরোক্ত বক্তব্য দেন।
কেবল খালেদা জিয়া না, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলাকে মিথ্যা বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার বিরোধী দলের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে। তারা দেশনেত্রীর বিরুদ্ধে মামলা দিয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে, আঠারো দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। নানা অভিযোগ তোলে তারা রাজনীতিবিদদের হেয় করছেন’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন