আদালত কর্তক নিবন্ধন বাতিল হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর। নিজ দলের নাম এবং প্রতিক নিয়ে তারা অংশ গ্রহণ করতে পারবে না সংসদ নির্বাচনে। এমনকি বিএনপি পুরনো দল হওয়ায়, সেখানে যোগ দিয়ে তাদের প্রতিক নিয়েও ও নির্বাচন করা যাবে না বর্তমান আরপিও অনুযায়ী।
এতসব প্রতিবন্ধকতা সত্তেও জামায়াতের সামনে আসছে এক সুযোগ। আর সুযোগটি করে দিচ্ছে বর্তমান সংসদ।
তা হলো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কোনো দলের হয়ে তিন বছরের সদস্য হওয়ার বাধ্য-বাধকতার বিধান বিলুপ্ত করে আইন পাস হতে যাচ্ছে বর্তমান সংসদেই। এর ফলে নিবন্ধিত কোন রাজনৈতিক দলে যোগ দিয়েই যে কেউ প্রার্থী হতে পারবেন জাতীয় সংসদ নির্বাচনে। সংশোধনীসহ চলতি অধিবেশনেই বিলটি পাশের সুপারিশ করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় উপ-কমিটি। সংসদে এ সম্পর্কিত বিলটি উত্থাপন করেন কমিটির সভাপতি মোঃ ফজলে রাব্বী মিয়া।
উল্লেখ্য, জামায়াতের নিবন্ধন বাতিল হলে দলের ভেতর থেকে দাবী ওঠে নতুন নামে দল করার। আবার এটা প্রচারিত হয়, জামায়াত ১৮-দলীয় জোটের কোনো দলকে নিজেদের করে নেবে। তবে জামায়াতের ঢাকা মহানগরীর এক নেতা এ প্রসংগে বলেন, জামায়াত বিলুপ্ত করার কোন পরিকল্পনা আমাদের নেই।
তিনি আর বলেন, সরকার অন্যায় ভাবে নিবন্ধন নিয়ে ধুম্রজাল সৃষ্টি করেছে। বিষয়টি আদালতে বিচারাধীন। আমরা আমাদের দলীয় প্রতীক নিয়েই নির্বাচনে অংশ গ্রহণের অধিকার আদায় করবো।
তিনি আর বলেন, নির্বাচনের চাইতে জামায়াত এ মুহুর্তে নির্বাচনকালীন সরকার পদ্ধতির বিষয়টিকেই বেশী গুরুত্ব দিচ্ছে।
তিনি আর বলেন, সরকার অন্যায় ভাবে নিবন্ধন নিয়ে ধুম্রজাল সৃষ্টি করেছে। বিষয়টি আদালতে বিচারাধীন। আমরা আমাদের দলীয় প্রতীক নিয়েই নির্বাচনে অংশ গ্রহণের অধিকার আদায় করবো।
তিনি আর বলেন, নির্বাচনের চাইতে জামায়াত এ মুহুর্তে নির্বাচনকালীন সরকার পদ্ধতির বিষয়টিকেই বেশী গুরুত্ব দিচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন