বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

স্পর্শকাতর ফুলে এক মুঠো কাঁটা (কবিতাকে বয়সের ফ্রেমে বাঁধবো না, তবে কঠোরভাবে প্রাপ্ত মনস্কদের জন্য!)


অনাঘ্রাত ফুলের ফুলের আঁশটে গন্ধ
ঠিক মৌমাছির নাকে বদ্ধ জলাধার
শ্বাস না নিলেও চলে তবুও আদিম আকর্ষণ
আকৃষ্ট করে মত্ত পুরুষ মাত্রই।

ঝোপ-জংগুলে সোঁদা পলিতে ভয়ার্ত ফুল
কুঁকড়ে এতটুকু যখন ভীড় মৌমাছির,
পানশালার করিডোরে টলোমলো পা
অনুপস্থিত মাদকে নেশাসক্ত বিপন্ন দৃষ্টি,
অস্তিত্ব রক্ষার্থে ফুলেরা কাঁটায় সজ্জিত।

রঙের বৃত্তে আবর্তন অপূর্ব সুবাসে
পেলব পাপড়িরা ডানা মেলে সীমানায়,
ধুরন্ধর চোখের ক্লেদাক্ত দৃষ্টিও ভালো লাগে
যেটুকু যৌবন বিগতকালে আভাসিত
তাও সিক্ত লোভীর উদ্গত লালায়!

যুবতী পুষ্পে মৌমাছির আচমকা চুম্বন
কখনো রক্ত ঝরায় প্রযোজ্য কাঁটায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ