তোমরা কেবলি বড় হতে থাকো
আর আমি ক্রমশ ছোট!
তোমরা হাঁটো ইট-পাথরে
আমার চলা মেঠোপথে,
কংক্রিটের এই শহর ছেড়ে
দূর মেঘেরই তেপান্তরে!
নিখুঁত নিনাদ......
তোমরা কেবলি মানুষ হতে থাকো
আর আমি অন্য মানুষ!
লাল-সবুজের নিশান ওড়ে
পিচঢালা রাজপথে,
বিলাসবহুল গাড়ির ভিড়ে
হাঁটি উল্টোরথে!
তোমরা কেবলি শপথ করে যাও
আমি গেয়ে যাই গান!
মিটিং-মিছিল ছুটছে শুধু
পুড়ছে পোড়া মন,
দেশ মাতাটার শোকে পাথর
আমিই অভাজন!
আর আমি ক্রমশ ছোট!
তোমরা হাঁটো ইট-পাথরে
আমার চলা মেঠোপথে,
কংক্রিটের এই শহর ছেড়ে
দূর মেঘেরই তেপান্তরে!
নিখুঁত নিনাদ......
তোমরা কেবলি মানুষ হতে থাকো
আর আমি অন্য মানুষ!
লাল-সবুজের নিশান ওড়ে
পিচঢালা রাজপথে,
বিলাসবহুল গাড়ির ভিড়ে
হাঁটি উল্টোরথে!
তোমরা কেবলি শপথ করে যাও
আমি গেয়ে যাই গান!
মিটিং-মিছিল ছুটছে শুধু
পুড়ছে পোড়া মন,
দেশ মাতাটার শোকে পাথর
আমিই অভাজন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন