আওয়ামী লীগের গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ে জমা করা হচ্ছে বিপুল পরিমাণ লাঠিসোটা আর রড।
শুক্রবার সকাল থেকেই যুবলীগ ও ছাত্রলীগের নেতারা এই লাঠি ও রড জমা করছেন। কার্যালয়ের বাইরে আশেপাশের বিভিন্ন গলিতেও জমা করা হচ্ছে দেশীয় এসব অস্ত্রশস্ত্র।
বাংলামেইলের অনুসন্ধানী খবরে বলা হয়েছে, দুপুর থেকেই এসব লাঠিসোটা হাতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে মহড়া দিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এসব লাঠি রডের আড়ালে ধারালো অস্ত্রও জমা হচ্ছে দলীয় কার্যালয়ে।
দুপুর ৩টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতা অবস্থান নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছিুক এক নেতা জানান, ১৮ দলীয় জোটের সমাবেশ থেকে কোনো ধরণের হামলা হলে তা মোকাবেলা করার জন্যই এই প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া লাঠি সোটা হাতে মোটরসাইকেলে করে ৫০-৬০ জনের যুবলীগ, ছাত্রলীগ কর্মীদের একাধিক দলকে চারপাশে মহড়া দিতেও দেখা গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মতিঝিল জোনের ডিসি আশরাফুজ্জামান বলেন, ‘এ ধরণের কোন পরিস্থিতি তো তৈরি হওয়ার কথা নয়। আমরা এখন বিষয়টি খতিয়ে দেখছি। লাঠি জমা করা বা মহড়া দেয়ার মত কোনো ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়া হবে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন