শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩

একজন পুলিশ অফিসার যিনি সব সময় সালিশীতে ব্যস্ত থাকেন।


উপরের ছবিটি একজন সহকারী পুলিশ অফিসারের। ইনি বরিশাল মেট্রোপলিটান এলাকায় আছেন। পুলিশের কাজ কি কি? নতুন সংগা অনুসারে বিভিন্ন বিচার প্রার্থী মানুষ থানাতে অভিযোগ করতে গেলে উনি প্রতিদিন সন্ধ্যায় ওনার অফিসে(থানা অথবা পুলিশ লাইনে) ডাকেন। ওনাদের(পুলিশকে)নাকি বলা আছে যত কম অভিযোগ নেয়া যায়!
তাই ওনি সালিশ করে থাকেন এবং স্বভাবতই পক্ষ নিয়ে সালিশ করে থাকেন, এবং অন্যপক্ষকে দৌড়ের ওপর রাখেন। এভাবেই চলছে ওনার পুলিশের চাকুরী। স্বরাষ্ট্র মন্ত্রনালয়, বাংলাদেশ পুলিশ বাহিনী কি এদিকে একটু নজর দেবার সময় হবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ