সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

রাজাকারের ডিকশনারীঃ আধুনিক সংস্করণ

আপনারা যারা অভিধান পড়ে শিক্ষিত হয়েছেন তাদের জানা থাকা দরকার, অন্তত বাংলাদেশে রাজনৈতিক পরিভাষার কোন অভিধান রচিত হয় নি। আমার জানামতে একটা অভিধানই রচনা হয়েছে এ যাবৎ তাহলো হাসিনা রাজনৈতিক অভিধানঃ পুতুলের দাদা শশুর রাজাকার হলেও যুদ্ধাপরাধী নন। কিন্তু সাঈদী রাজাকার না হয়েও যুদ্ধাপরাধী। 

এই অভিধানের পরবর্তী সংস্করণ হলোঃ বাঘা কাদের মুক্তিযোদ্ধা হয়েও রাজাকার কারণ তিনি হাসিনার বিরোধী। 

আমিও মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নিয়ে একজন রাজাকার, কারণ আমি শেখ হাসিনার চাটুকার হতে পারিনি। 
সুতরাং, আওয়ামী লীগের অনেকেই এই রাজাকারের তালিকায় এসে যাবেন, যারা তাঁর বন্দনা গাইবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ