রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

সংলাপের জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে

hasina-khaledaনির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতায় পৌঁছতে সংলাপের জন্য বাংলাদেশের বড় দুই দলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে৷ সর্বশেষ বিশ্বব্যাংক হুঁশিয়ার করে দিয়েছে যে, উন্নয়নের জন্য গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর জরুরি৷
বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক জোহানেট জাট বলেন, অর্থনৈতিক উন্নয়ন চাইলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার৷ এজন্য ক্ষমতার পালাবদল হতে হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়৷ তাঁর মতে, নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্যতম শর্ত৷ তিনি বলেন ক্ষমতার পালাবদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে৷
জাতিসংঘ অনেক আগে থেকেই রাজনৈতিক সমঝোতার চেষ্টা করে আসছে৷ এজন্য জাতিসংঘ মহাসচিব দুই নেত্রীকে চিঠি দেয়া ছাড়াও টেলিফোনে কথা বলেছেন৷ সর্বশেষ মঙ্গলবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কাছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিঠি এবং টেলিফোনে কথার পর জাতিসংঘ আবারো সক্রিয় হয়৷ ঐদিন সন্ধ্যায়ই জাতিসংঘের সহকারি মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো টেলিফোনে সৈয়দ আশরাফ এবং মির্জা ফখরুলের সঙ্গে কথা বলেন সমঝোতার সংলাপ নিয়ে৷
এদিকে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা মনে করেন সংলাপের দুয়ার খুলে গেছে৷ যুক্তরাজ্য এবং ক্যানাডা রাজনৈতিক সমঝোতার জন্য সংলাপের কথা বলেছে৷ আর ইউরোপীয় ইউনিয়ন মনে করে আলোচনার এখনই সময়৷ ইইউ দূত উলিয়াম হানা মনে করেন রাজনৈতিক দলগুলোকে একটি সুষ্ঠু নির্বাচনের পথ আলাপ, আলোচনার মাধ্যমেই বের করতে হবে৷ এছাড়া ঢাকায় ভারতসহ বেশ কয়েকটি দূতাবাসের প্রতিনিধিরা অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক নেতাদের সঙ্গে সংলাপ নিয়ে কথা বলছেন৷
সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান মনে করেন বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের গঠনমূলক ভূমিকা রাখার সুযোগ আছে৷ তবে কোনো দেশ বা বিদেশি গোষ্ঠীর এই সুযোগ নেই৷ তিনি বলেন, রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না তাদের সুযোগ দেয়া৷ দেশের রাজনৈতিক সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে, বিদেশিদের চাপে নয়৷ দেশের মানুষের কল্যাণে নির্বাচন নিয়ে সমঝোতায় আসতে হবে৷
সুশাসনের জন্য নাগরিক, সুজন-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন রাজনৈতিক দলগুলো দেশের মানুষের কথাই শোনে না, বিদেশিদের কথায় আর কি হবে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ