গণতান্ত্রিক নিয়ম অনুসারে দেশের প্রতিটি মানুষের তার নিজস্ব রাজনৈতিক বক্তব্য বা তার
যে কোন মতামত আলোচনা সমালোচনা স্বাধীন ভাবে প্রকাশের অধিকার আছে।
গত কয়েক দিন আগে প্রথম আলোতে প্রকাশিত হয় আমাদের বাংলাদেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী ন্যান্সির একটি রাজনৈতিক বিষয়ক বক্তব্য, তিনি ঐ বক্তব্যটি তার ফেসবুকে ষ্টেটাস হিসাবে প্রকাশ করেন,
কন্ঠ শিল্পী ন্যান্সির সেই ফেসবুকের রাজনৈতিক ষ্টেটাস সর্ম্পকে কিছু বলতে চায়, এই রকম রাজনৈতিক ষ্টেটাস দেবার তার অধিকার রয়েছে, অতীতে আমার দেখেছি তারনা হালিম, আসাদুজ্জামান নুর, আসিফ, কবরি সরোয়ার, এ টি এম শামসুজ্জামান, মরহুম রাজীব, ফারুক, নাট্যশিল্পী রামেন্দ্র মজুমদার, হাসান ইমামা সহ অনেক অভিনয় শিল্পী ও কন্ঠ শিল্পী সরাসরি রাজনৈতিক মাঠে সক্রিয় ছিল বা আছে, আমি মনে করি ন্যান্সির এই রকম রাজনৈতিক মন্তেব্যে আবাক হবার মত বা খুশি হবার মত কিছু ঘঠেনি। কিন্তু তারপরও গত কয়েক দিন যাবৎ লক্ষ কররলাম ফেসবুকে সহ ভিবিন্ন ব্লগে ন্যান্সিকে নিয়ে মারাত্বক ঝড় তুফান বয়ে যাচ্ছে।
অতীতে আমরা দেখেছি বহু বিজ্ঞ অবিজ্ঞ সম্মানিত ব্যাক্তি, মারাত্বক ভাবে অপমাণিত আর লাঞ্চিত হয়েছে শুধু মাত্র রাজনৈতিক আলোচনা বা সমালোচনা করতে গিয়ে,
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ন্যান্সির এই রকম প্রকাশ্যে রাজনৈতিক ষ্টেটাসে তিনি নিজে বা যার প্রশংসা করেছেন তারা কতটুকু লাভবান হয়েছেন জানিনা, ফেসবুক ভাল করে সার্স করলে বুঝতে বাকী নেই বাস্তবে ন্যান্সির কতটুকু ক্ষতি হয়েছে । আমি বুঝলাম না ন্যান্সির মত এই নতুন রাজনৈতিক অনভিজ্ঞ অল্প বয়সী কন্ঠ শিল্পী কেন এত মারাত্ব ঝুকি নিতে গেলেন?
আমি মনে করি ন্যান্সির মতো রাজনৈতিক অনভিজ্ঞ ও তরুণ ন্যান্সির মোটেই উচিত হয়নি প্রকাশ্যে এই রকম রাজনৈতিক ষ্টেটাস দেওয়া, তাছাড়া তার জনপ্রিয়তা এখনো সেই পর্যায়ে পৌছায়নি, মাত্র এত অল্প দিনের জনপ্রিয়তা কে পুজি করে আর অল্প বয়ষে তার এই রাজনৈতিক অবস্থান নেওয়া তার ব্যাক্তিগত শিল্পী ক্যারিয়ারকে মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ করবে।
তারপরও ন্যান্সির শুভ কামনা করতেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন