ভিভিআইপিদের নির্বাচনী প্রচারণায় এবার ব্যবহার করা হবে সরকারি হেলিকপ্টার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের ভিভিআইপি সুবিধা ভোগকারী রাজনীতিবিদ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা এ সুবিধা পাবেন। এ কারণে এখন চলছে দেশের জেলা- উপজেলায় হেলিপ্যাড চিহ্নিত করা এবং প্রস্তুত রাখার কার্যক্রম। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত ৫ই অক্টোবর স্পেশাল সিকিউরিটি ফোর্স মন্ত্রী পরিষদ সচিবের কাছে পাঠানো এক চিঠিতে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে জেলা সদর ও উপজেলায় মানসম্মত হেলিপ্যাড তৈরি, বিদ্যমান হেলিপ্যাডগুলোর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ বা সংস্কার করা এবং জেলা ও উপজেলায় অবস্থিত হেলিপ্যাডের বিস্তারিত বিবরণ চেয়ে চিঠি পাঠায়। এসএসএফ-এর ওই চিঠির ভিত্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ ১০ই অক্টোবর দেশের সব জেলার ডিসিদের কাছে একটি চিঠি পাঠায়। ওই চিঠিতে এসএসএফ-এর চিঠি’র সূত্র উল্লেখ করে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বা সরকারি সফরে বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় হেলিকপ্টারযোগে গমনাগমন করে থাকেন। এই পরিপ্রেক্ষিতে প্রতিটি জেলা সদর ও উপজেলা পর্যায়ে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহনকারী হেলিকপ্টার উড্ডয়ন বা অবতরণের জন্য উপযুক্ত হেলিপ্যাড থাকা প্রয়োজন। কিন্তু কিছু কিছু জেলা ও উপজেলায় হেলিপ্যাড চিহ্নিত থাকলেও অপরিকল্পিত বনায়ন, মানসম্মত পরিচর্যার অভাব এবং অবৈধ দখলের কারণে হেলিপ্যাড চিহ্নিত করা এবং হেলিকপ্টার উড্ডয়ন বা অবতরণ ঝুঁকিপূর্ণ হিসাবে প্রতীয়মান বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। চিঠিতে বলা হয়েছে, এমন অবস্থায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বা সরকারি সফরে বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় হেলিকপ্টারযোগে গমনাগমন উপলক্ষে তার জেলা সদর ও উপজেলায় মানসম্মত হেলিপ্যাড তৈরি, বিদ্যমান হেলিপ্যাডগুলোর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ বা সংস্কার করা এবং জেলা বা উপজেলায় অবস্থিত হেলিপ্যাডের বিস্তারিত প্রতিবেদন ২০শে অক্টোবরের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ডিসিরা এ চিঠির ভিত্তিতে তাদের প্রতিবেদন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালকের কাছে পাঠিয়েছেন। প্রতিবেদনের একটি কপি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠান। ওই সব চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো চিঠির বক্তব্য ফুটিয়ে তোলা হয়েছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন