বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

প্রেমে পড়লে মানুষ মোটা হয়ে যায়!

pam2.jpgপ্রেমে পড়লে স্বাস্থ্য বেড়ে যেতে পারে বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে।গবেষকরা জানান, প্রেমে পড়লে মানুষের মন ভালো থাকে। প্রেমিক প্রেমিকারা ভালো ভালো খাবার খায়, মনের আনন্দে ঘুরে বেড়ায়। এসব কারণেই তাদের স্বাস্থ্য মোটা হয়ে যায়। ওজন বিশেষজ্ঞ ইজি ক্যামেরন বলেন, মানুষ যখন প্রেমে পড়ে তখন তারা এতো আত্মতুষ্টিতে থাকে যে, তাদের ওজন বেড়ে যায়। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খাদ্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বাইরে কোথাও ক্যাফে, রেস্টুরেন্ট আয়োজন করে খেতে যাওয়া এখন প্রেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেছে। এসব খাবারে ওজন বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে গবেষণায় বলা হয়েছে, যেহেতু এসব খাবারের অধিকাংশ উপাদানই মাংস ও চর্বিযুক্ত অন্যান্য খাবার। ফলে এতে ওজন বেড়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ