শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩

প্রথম আলোর ভয়াবহ মিডিয়া সন্ত্রাস..ধরা খেলো মতি ও আওয়ামী গং

প্রথমে দেখুন প্রথম আলো কি আকাম করেছে....

ক্লোজআপ দেখুন।


প্রথম আলোর আগের ক্যাপশান ও ছবি (তাদের ফেসবুক থেকে নেয়া যা পরে সরিয়ে ফেলে)।

যার উপর ভিত্তি করে টিনের চালে কাক আমি তো অবাক নামে লীগপন্থি একটি ফেসবুক পেইজ প্রচারনা চালাচ্ছে।

দেখুন তাদের প্রচার ও ক্যাপসান।


(পরে তারাও সেটা সরিয়ে ফেলে)

শেখ হাসিনা কন্যা সাময়মা ওয়াজেদ পুতুলের ফেস বুকেও একই প্রচারনা


পুতুলের ফেসবুক পেইজে দেখুন,

প্রথম আলোর বর্তমান ও পরিবর্তিত ক্যাপসান।

নিউজের লিঙ্কঃ
এখানে পাঠকের মন্তব্য গুলো পড়ুন তাহলে বুঝবেন, প্রথমে প্রথম আলো কি ক্যাপসান দিয়েছিল যার উপর ভিত্তি করে পাঠক শিবিরকেই দায়ি করে।

পুলিশ/র‍্যাবের সন্ত্রাসীকে চালিয়ে দিচ্ছে শিবির হিসেবে (ভিডিও দেখুন)




ছবিটি ভালো করে দেখুন। একে-৪৭ হাতে এক সন্ত্রাসী। সাদা পোশাকে । র‍্যারের সাথে যৌথ অপারেশানে অংশ নিচ্ছে। ছবিগুলো দেখুন।


এই হচ্ছে প্রথম আলো! বদলে যাও। বদলে দাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ