বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

সংসদে বিল পাস: বাবা-মার ভরণপোষণ না দিলে জেল-জরিমানা

bm.jpgবাবা-মার ভরণ পোষণের ব্যবস্থা না করলে জেল-জরিমানার বিধান রেখে সংসদে বিল পাস হয়েছে। বিলে বাবা-মার ভরণপোষণ সন্তানের জন্য বাতধ্যতামূলক করা  হয়েছে। কেউ তা না করলে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব করেন জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। সংসদে বিলটি উত্থাপনের পর কণ্ঠভোটে তা পাস হয়।
বিলে বলা হয়, পিতা-মাতা সন্তান থেকে আলাদা বসবাস করলে সন্তান তাদেরকে আয়ের ১০ শতাংশ নিয়মিত দিতে বাধ্য থাকবে। একাধিক সন্তান হলে তারা এ ভরণ-পোষণের বিষয়ে আলোচনা সাপেক্ষে বাবা-মার খোঁজখবর নিবে।
বিলে আরও উল্লেখ করা হয়, কোনো সন্তানের স্ত্রী বা স্বামী বাবা-মার ভরণ পোষণ না দিতে প্ররোচিত করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। কোনো সন্তান তার বাবা-মাকে বা উভয়কে তাদের ইচ্ছার বিরুদ্ধে বৃদ্ধাশ্রম বা অন্য কোথাও বা তাদের আলাদা বসবাস করতে বাধ্য করতে পারবে না। সন্তান প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যা করবে। তারা পৃথকভাবে বসবাস করলে সন্তানদের নিয়মিত সাক্ষাৎ করতে হবে।
এছাড়া, বাবা-মার অবর্তমানে দাদা-দাদীকে এবং মার অবর্তমানে নানা-নানীকে ভরণ-পোষণ করার কথাও বিলে বলা হয়েছে।
জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু ২০০৯ সালে বাবা-মার ভরণ পোষণ নিশ্চিত করতে জাতীয় সংসদে বিলটি আনেন। বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। সংসদীয় কমিটি পরীক্ষা নিরীক্ষা করে কমিটির দ্বিতীয় রিপোর্ট হিসেবে বিলটি চূড়ান্তভাবে সংসদে উপস্থাপন করে।
বৃহস্পতিবারের অধিবেশনে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) বিল-২০১৩ নামে আরেকটি বেসরকারি বিল পাস হয়েছে। গতকাল বুধবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় বিল দু’টি পাসের সিদ্ধান্ত হয়।
এ নিয়ে নয়টি সংসদে মোট সাতটি বেসরকারি বিল পাস হয়েছে। কেবল বর্তমান সংসদে তিনটি বেসরকারি বিল পাস হয়েছে। চলতি সংসদে সর্বশেষ ২০১১ সালে সাবের হোসেন চৌধুরীর ‘দ্য লেপারস (রিপিল) অ্যাক্ট-২০১১’ সংসদে পাস হয়। বাবা-মার ভরণপোষণ সংক্রান্ত আইনে উল্লেখিত অপরাধ জামিন অযোগ্যের পাশাপাশি আপোষযোগ্য বলেও উল্লেখ করা  হয়।
উল্লেখ্য, মন্ত্রী ছাড়া অন্য সদস্যরা বিল উত্থাপন করলে তা বেসরকারি বিল হিসেবে বিবেচিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ