ফরিদপুর শান্তি কমিঠির চেয়ারম্যান শীর্ষস্থানীয় রাজাকার নুরু মিয়ার ছেলে রাজাকার মোশাররফকে হাসি মুখে তরকারী তুলে দিচ্ছেন, দেশরত্ন (!) মুক্তিযুদ্ধের পক্ষের আপোষহীন নেত্রী (!) শেখ হাসিনা। ছবিটি শেখ হাসিনার একমাত্র মেয়ে পুতুলের বিয়ের অনুষ্ঠানের! রাজাকার পুত্রের সাথে শেখ হাসিনার মেয়ের বিয়ে!! সেই মোশাররফ এখন শেখ হাসিনার মন্ত্রী সভার সদস্যেও! রাজাকার বেয়াই হলে তাকে মন্ত্রীও বানানো যায়!!!
শেখ হাসিনার সাম্প্রতিক ফতোয়া শুনেন, তিনি বলেছেন, "পুতুলের শশুড় রাজাকার হলেও অপরাধী নন।" অর্থাৎ হাসিনার ফতোয়া অনুযায়ী তার বেয়াই রাজাকার ঠিক কিন্তু অপরাধী নয়। তাই রাজাকার বেয়াইয়ের বিচার হওয়ার প্রশ্নই আসেনা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন