রাজধানীর গুলশান এলাকায় আশ্রয় দেয়ার নাম করে এক তরুণীকে (২০) ধর্ষণ করেছেন মিলন নামে এক নিরাপত্তা প্রহরী। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
গত বুধবার গভীর রাতে গুলশান ৮ নম্বর রোডের ৬৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া মিলন দিনাজপুর জেলার পার্বতীপুরের নূর ইসলামের ছেলে। তিনি ওই বাসায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
ডাক্তারি পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ৬-৭ দিন আগে গুলশানের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ নেয় ওই তরুণী। বুধবার রাত ১১টার দিকে গৃহকর্ত্রী তাকে বাসা থেকে বের করে দেন। এসময় আশ্রয় দেয়ার নাম করে মিলন তাকে বাসায় ডেকে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করেন।
পরে ধর্ষিতা তরুণী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আশ্রয়দাতা নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন ধর্ষণের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন