সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

গুহাচিত্র

গুহাচিত্র


আমি যে গুহায় বাস করতাম,
তার দেয়ালে দেয়ালে এঁকে এসেছি অনেক চিত্র।
একদিন সেগুলিও আবিষ্কৃত হবে।
কেউ কান পাতলে শুনতে পাবে,
আমার প্রতিটি কথার প্রতিধ্বনি।
কাজ আর কবিতার এমন একটা চিত্রময় গুহা
সে আমাকে উপহার দিয়েছিল
যখন আমি তাকে বলেছিলাম-
ভালোবাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ