সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

১৯৯৬ ও ২০০১ সালেরর তত্ত্বাবধ্যায়ক সরকারের উপদেষ্টাবৃন্দের নামের তালিকা

তত্ত্বাবধ্যায়ক সরকার, ১৯৯৬
০১. সৈয়দ ইশতিয়াক আহমেদ
০২. প্রফেসর মুহাম্মদ ইউনূস
০৩. অধ্যাপক মোঃ শামসুল হক
০৪. সেগুফতা বখত চৌধুরী
০৫. এজেডএ নাসিরউদ্দিন
০৬. মেজর জে. (অব.) আবদুর রহমান খান
০৭. ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
০৮. সৈয়দ মঞ্জুর এলাহী
০৯. ড. নাজমা চৌধুরী
১০. ড.জামিলুর রেজা চৌধুরী

তত্ত্বাবধ্যায়ক সরকার, ২০০১
০১. সৈয়দ ইশতিয়াক আহমেদ
০২. বিচারপতি বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী
০৩. এএসএম শাহজাহান
০৪. সৈয়দ মঞ্জুর এলাহী
০৫. আবদুল মুয়ীদ চৌধুরী
০৬. একেএম আমানুল ইসলাম চৌধুরী
০৭. এম হাফিজ উদ্দিন খান
০৮. বৃগেডিয়ার (অব.) অধ্যাপক আবদুল মালেক
০৯. মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী
১০. রোকেয়া আফজাল রহমান


তালিকার সবচেয়ে আকর্ষণীয় চরিত্রের নাম অবশ্যই ড. মুহাম্মদ ইউনূস। অনেকেই একাধিক বার উপদেষ্টা ছিলেন। কেউ কেউ মৃত্যু বরণ করেছেন। সংখ্যায় তারা ২০ হলেও প্রকৃত কয়জন ঐকিক নিয়মের অংক করে বের করে নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ