রবিবার, ৬ অক্টোবর, ২০১৩

ফেসবুকে অশ্লীল ছবি পোষ্ট, মামলা



ফেসবুকে অশ্লীল ছবি পোষ্ট, মামলা
নারায়ণগঞ্জ: 
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে ফেসবুকে এক গৃহবধূর অশ্লীল ছবি পোষ্ট করার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করা হয়।

অভিযুক্তরা হলো: সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া রহমত নগর এলাকার জহিরুল ইসলাম জয় (২৪) নামে এক যুবক ও তার সহযোগী রিফাত।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, তারা জঘন্য অপরাধ করেছে। অভিযুক্তদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

তিনি জানান, মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, সদ্য এক গৃহবধূর নাম ব্যাবহার করে ভূয়া আইডি খুলে ফেসবুকে অশ্ল¬ীল ছবি পোষ্ট করে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া রহমত নগর এলাকার জনৈক জহিরুল ইসলাম ওরয়ে জয় (২৪) নামে এক বখাটে।

জয় ওই গৃহবধূকে স্কুল-কলেজে পড়ার সময় বিবাহের প্রস্তাব দিয়ে নানাভাবে উত্ত্যক্ত করত বলে মামলায় উল্লে¬খ করা হয়। কিছু দিন আগে ওই মেয়েটির বিয়ে হলে বখাটে যুবক জয় ক্ষিপ্ত হয়ে মেয়েটির নাম ব্যাবহার করে ফেসবুকে ভূয়া আইডি খুলে অশ্ল¬ীল ভিডিও এবং ছবি পোষ্ট করে। বখাটে জয়ের বন্ধু সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার রিফাত তাকে এ কাজে সহায়তা করে বলে মামলায় উল্লেখ করা হয়। ফেসবুকে অশ্লীল ছবি দেখে মেয়েটি শ্বশুর বাড়ির লোকজন ফোনে মেয়ের বাবাকে এবস ঘটনা অবহিত করে। মেয়েটির বাবা এ ব্যাপারে তথ্যপ্রযুক্তি আইনে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ