ভয়ংকর এক মায়ের কাণ্ড
১৬ বছর বয়সী ওই মা হাসপাতাল থেকে
ভালোভাবেই বাসায় ফেরেন। কিন্তু সমাজের চোখে এটা অন্যায় ও দন্ডনীয় অপরাধ
ভেবে মেয়েটির বাবা মায়ের পরামর্শে সে তার শিশু সন্তানকে জানালা দিয়ে
নিক্ষেপ করে।
পুলিশ ঘটনা টের পেয়ে অভিযান চালিয়ে
শিশুটিকে উদ্ধার করে। মেয়েটির বাবা মাকে গ্রেপ্তার করে। ঘটনার পরপরই প্রথমে
ওই টিনেজ মাকে আটক করে ওহিও পুলিশ।
উল্লেখ্য, বাথরুমের জানালা দিয়ে ফেলে
দেওয়ায় শিশুটি একটি ইটের উপর পড়ে। ফলে শিশুটির মাথার তালুতে আঘাত লাগে।
শিশুটিকে পুলিশের হেফাজতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন