ঢাকা: ভারতের পুনে অঞ্চলে নিজ মেয়েকে একলাখ রুপির বিনিময়ে বিক্রি করে দিয়েছেন তার পাষ- মা। বৃহস্পতিবার ভারতের একটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মেয়েটি বলেছে, সে তার নিজ বাসা থেকে দূরে বিড জেলার সোলাপুর মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। গত মে মাসে গ্রীস্মকালীন অবকাশে বাড়িতে বেড়াতে গেলে তার মা তাকে এক লোকের কাছে একলাখ রুপিতে বিক্রি করে দেয়।
ওই ব্যক্তি তাকে কয়েক দফা ধর্ষণ করে। এক পর্যায়ে তাকে পতিতালয়ে বিক্রি করে দেয়। অনেক চেষ্টার পর কিছুদিন আগে পতিতালয় থেকে পালিয়ে আসে মেয়েটি।
পুনে অঞ্চলের পুলিশ সুপার লোহিয়া বলেন, একটি এনজিও’র সহায়তায় মেয়েটি থানায় তার মা এবং দুই ক্রেতার বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন