সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

সকল ফার্মেসিই কি নকল ঔষধ বিক্রি করে?

সম্প্রতি ভেজাল ঔষধ বিক্রেতাদের বিরুদ্ধে অভিজানের প্রতিবাদে দেশের সকল ফার্মেসী বন্ধ পালন করে। আমি তীব্র্ ভাষায় এ বন্ধের প্রতি ঘৃনা জানাই। মানুষের জীবন নিয়ে এ জঘন্য আচরন বন্ধ করা ফার্মেসী মালিকদের অবশ্য কর্তব্য। সমিতির প্রতি দায়বদ্ধতা থেকে যদি এ বন্ধ পালন করতে কেউ বাধ্য হয়ে থাকেন, তাহলে বিকল্প সমিতি করুন, তবুও এ ধরনের জঘন্য খেলায় অংশ নিবেননা। যারা ঔষধ না কিনলে ব্যবসা চলবেনা, তাদের জীবন মৃত্যুর মুখে ফেলে নকল ঔষধ বিক্রির বৈধতা নিবেন, এটা চরমতম গণহত্যার পরিকল্পনা, মানবতা বিরোধি অপরাধ। ভবিষ্যতে এ ধরনের জঘন্যতম অপকর্ম হতে বিরত থাকার জন্য অনুরোধ করছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ