বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

চট্টগ্রামে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ

albnp2.jpgচট্টগ্রামে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। আওয়ামী লীগ করবে শহিদ মিনারে এবং বিএনপি করবে কাজীর দেওড়িতে। মৌখিক ভাবে এ অনুমতি দেওয়া হয়।
আগের খবর
নিষেধাজ্ঞা ভেঙ্গে লালদীঘি ময়দানে শুক্রবারের পূর্ব নির্ধারিত সমাবেশ করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিএনপি।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এই ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
নাসিমন ভবনের সামনে বিএনপিপন্থী বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সমাবেশের আয়োজন করে।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় এই সমাবেশে নগরীর ওয়াসার মোড়ে হওয়ার কথা থাকলেও পুলিশের বাধার কারণে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
পরিষদের সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, লালদীঘি ময়দানে সমাবেশ হবেই। এই সমাবেশে যে গণজোয়ার সৃষ্টি হবে তাতে আওয়ামী লীগ সরকার ভেসে যাবে।
তিনি বলেন “সরকারের জনপ্রিয়তা নিম্ন পর্যায়ে নেমে এসেছে। তাই সরকার প্রশাসনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। নগরীর ৪১ ওয়ার্ডের কোথাও আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা নেই।”
সাবেক মন্ত্রী খসরু বলেন, বাংলাদেশের মানুষ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে যে জোয়ার সৃষ্টি করেছে প্রশাসন দিয়ে তা বন্ধ করা যাবে না।
“বর্তমান সরকার এখন মিছিল, সমাবেশ ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করতে চায়। এ সরকার আইনের শাসন মানে না।”
শুক্রবার জুমার নামাজের পর লালদীঘি ময়দানে জমায়েত হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, “লালদীঘি মাঠে সমাবেশ করবই। পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা সমাবেশের অনুমতি দিন।”
দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় দাবি করে নোমান বলেন, “জনগণ তা মানবে না। জনগণ ১৮ দলের আন্দোলনে সামিল হয়েছে। পুলিশের বুলেট-লাঠি দিয়ে এ আন্দোলন দমানো যাবে না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন, শ্রমিক দল নেতা এএম নাজিম উদ্দিন, নগর বিএনপি নেতা সামশুল আলম ও যুবদল সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি।
লালদীঘি ময়দানে নগর আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানের কারণে নগরীতে বৃহস্পতিবার সকাল থেকে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নগর পুলিশ।
বুধবার বিকালে এ ঘোষণার পরও নোমান ও খসরু লালদীঘি সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে নগরীতে বিজিবিও মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ