শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৩

মাথিউড়া চা বাগানে মন্দিরের দেয়াল ভাঙচুর

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানে নির্মাণাধীন ‘মাথামইর’ মন্দিরের দেয়াল ভাঙচুর ও কয়েকটি গাছ মুচড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় মন্দিরের তত্ত্বাবধায়ক বাগানের অপর একটি অংশকে দায়ী করেছেন। রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাথিউড়া চা বাগানে হিন্দি ও মাদ্রাজি ভাষাভাষী  লোকজন রয়েছেন। মাদ্রাজী নাইডু সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় আচার ‘মাথামইর পূজা’ সার্বজনীন মন্দিরে পালিত হয় না। এ পূজার জন্য নাইডু সম্প্রদায় একটি মাথামইর মন্দির নির্মাণ করছে সমপ্রতি। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই মন্দিরের ডান পাশের দেয়াল এবং বাগানের চারপাশে রোপণ করা কলাগাছ ও অন্য প্রজাতির বেশ কয়েকটি গাছ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী আদি নাইডু  জানান, বৃহসপতিবার রাত ১২টার সময় আমি মন্দিরের পাশে এসে দেখি বাগানের সুকুমার মন্দিরের বেড়া-গাছ ভাঙচুর করছে। আমি চিৎকার করলে সে আমার কাঁধে থাকা গামছা নিয়ে পালিয়ে যায়। এ সময় অন্যরাও সেখানে ছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ