রবিবার, ৬ অক্টোবর, ২০১৩

নিজের মেয়ের সাথে বাবার অনৈতিক কান্ড!



নিজের মেয়ের সাথে বাবার অনৈতিক কান্ড!
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নিজের মেয়ের সাথে অনৈতিক কর্মকান্ডের কারনে  মুফতির ফতোয়ার ভিত্তিতে গ্র্রাম্য শালীসে  পিতার মাথা ন্যাড়া ও ৫০ হাজার টাকা জরিমানা করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের হারেছ আলী সর্দারের বাড়িতে। উক্ত বিষয়ে চাইলে স্থানীয় এমপি’র ভাতিজা মোঃ আলী আজম দম্ভোক্তি করে বলেন, “এটা এমপি’র গ্রাম, এখানে কোন আইন লাগেনা, আমরা যা করি তাই আইন”।
জানা গেছে গ্রামের মৃত  করিম হোসেনের ছেলে মোঃ ফরিদ মিয়ার (৫০) মেয়ে ঢাকা থেকে বাড়িতে আসে। রাতে ঘুমিয়ে পড়লে ফরিদ মিয়া তার কিশোরী কন্যা ১৭ কে  ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের মত জগন্য কাজ করতে গেলে মেয়ে তাহা লোকের কাছে বলে দেয়। পরে তা নিয়ে বৃহস্পতিবার রাতে হরেছ আলী সর্দারের বাড়িতে হরেছ আলীর সভাপতিত্বে এক শালীস বসে। বৈঠকে উপস্থিত শালীসকারীরা মুফতি এনামুল হকের ফতোয়ার ভিত্তিতে বাবা মোঃ ফরিদ মিয়ার মাথা ন্যাড়া করে ও মেয়ের ভবিষ্যতের জন্য ৫০ হাজার টাকা জরিমানা করে। শালীসে এমপির ভাগিনা বর্তমান ওয়ার্ড মেম্বর মোঃ জানু মিয়া, ভাতিজা মোঃ আলী আজমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে মুফতি এনামুল হকের সাথে তার মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে পুর্বভাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু সায়েমের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, “আমি ঢাকাতে আছি এ বিষয়ে আমি শুনেছি। তবে ফরিদ মিয়া একজন খারাপ লোক। শুনেছি সে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে মেয়ে এনে  ব্যবসা করে। তার এ কাজে গ্রামের কয়েকজন বাটপার টাইপের লোকজন সহযোগিতা করে এবং বন্টন নিয়ে থাকে। ঘটনা সর্ম্পকে জানতে পুর্বভাগ গেলে, সাংবাদিক আসার কথা শুনে ফরিদ মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়। পূর্বভাগ বাজারের ডাঃ জমির হোসেন, এমপির চাচাতো ভাই মোঃ আব্দুল হক, হাজী মোঃ করিম হোসেন, হারেছ আলী সর্দার ঘটনার সত্যতা স্বীকার করে এবং এমন  ন্যাক্কারজনক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এ বিষয়ে নাসির নগর উপজেলা নিবার্হী কর্মকর্তা সামিহা ফেরদৌসির সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেননি বলে জানান। তবে তিনি বলেন, “এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন সাংবাদিক আমাকে ফোন করেছিল”। এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি কিছু জানেন না, তবে এ বিষয়ে দ্রুত খোজ-খবর নিবে বলে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ