YOU
তুমি
তোমার জন্য সূর্য হাসে এই মনের উঠোনে,
তোমার জন্য বসে আমি একা আনমনে,
ঘুমিয়ে যখন থাকি, স্বপ্ন হয়ে আসো,
অপলকে তাকিয়ে থাকি, যখন একটু হাসো ।
ফেরারি প্রেম আমার খুঁজছে ঠিকানা,
কতটা যে ভালোবাসি তার নেই কোন সীমানা,
মিশে আছো মোর হৃদয়ের অরন্যে,
যেখানে রেখেছি তোমায় খুব যতনে,
অপেক্ষায় আছি বন্ধু তোমার জন্যে,
জানি না কোন অজানায় হারিয়েছি আমি,
কেও নেই পাশে শুধুই আছো তুমি......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন