বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

যৌন নিগ্রহের ছবি ক্যামেরাবন্দি করে মহিলাকে সাধুর ব্ল্যাকমেল

rape3.jpgধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক সাধু ও তার সঙ্গীরা৷ ঠাকুরপুকুরের এক গৃহবধূর দাবি, বিয়ের পর থেকে প্রায়শই তাঁর স্বামী অশান্তি করতেন৷ সেই সময় দীপ চক্রবর্তী নামে পর্ণশ্রীর বেলডাঙার এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর৷ মহিলার দাবি, নিজেকে সাধু বলে দাবি করা দীপ চক্রবর্তী নামে ওই ব্যক্তি তন্ত্রমন্ত্রের মধ্যে দিয়ে পারিবারিক অশান্তি মেটানোর আশ্বাস দেন৷ সেইমতো, গত ২৯ অগস্ট ওই সাধুর চেম্বারে যান তিনি৷ কিন্তু সেখান থেকে শান্তনু নাথ নামে এক সাগরেদের বাড়িতে ওই গৃহবধূকে জোর করেই নিয়ে যান দীপ চক্রবর্তী৷ অভিযোগ, সেখানেই দীপ চক্রবর্তীর সঙ্গে  শান্তনু নাথ ও আশিস দে নামে আরও দুই জন তাঁকে পর পর ধর্ষণ করেন৷
অভিযোগকারিণীর আরও দাবি, তাঁর ওপর যৌন নিগ্রহের ছবি ক্যামেরাবন্দি করে রাখেন শান্তনু নাথের স্ত্রী মৌসুমী নাথ৷ এরপর সেই ছবি নিয়ে ওই মহিলাকে ব্ল্যাকমেল এবং একাধিকবার ধর্ষণ করা হয় বলেও অভিযোগ৷
শেষ পর্যন্ত মঙ্গলবার পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ৷ অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্ত সাধু দীপ চক্রবর্তী, শান্তনু নাথ ও তাঁর স্ত্রী মৌসুমী নাথকে গ্রেফতার করে পুলিশ৷ বুধবার সকালে গ্রেফতার হন আশিস দে৷ দীপ চক্রবর্তী, শান্তনু নাথ এবং মৌসুমী নাথকে বুধবার আলিপুর আদালতে পেশ করা হয়৷ আশিস দে-কে বৃহস্পতিবার কোর্টে তোলা হবে৷ ওই মহিলার স্বামীকেও খুঁজছে পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ