শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৩

গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের বিরুদ্ধে বিদেশী দাতা সংস্থার অনুদানের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল দুপুরে হতদরিদ্র ভুক্তভোগীরা ফাউন্ডেশনের বিরুদ্ধে এমন অভিযোগ এনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন। গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ দুর্নীতিবিরোধী সংগ্রাম কমিটির উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক সুশীল কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কামারখন্দ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, মিজানুর রহমান, আবদুল মান্নান খান, আলেয়া বেগম বক্তব্য রাখেন। একই সমাবেশে ভুক্তভোগীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোকতার হোসেন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফোরকান শিকদার ও বঙ্গবন্ধু পশ্চিমপাড় থানার ওসি আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ ইউনুস এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এহেসানুল হক বারি ফাউন্ডেশনের নামে বিদেশী দাতা সংস্থা ইউএনডিপি’র কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা সংগ্রহ করেন। বিগত ১০ বছরে সেই টাকা হতদরিদ্র মৎস্যচাষি, গাভী প্রতিপালন, গরু মোটাতাজাকরণ ও হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পে ব্যয় না করে ওই টাকা কৌশলে মাইক্রোক্রেডিট প্রকল্পে ব্যয় করা হয়েছে। এ অবস্থায় এ প্রতিষ্ঠানটি রুগ্‌ণ ফাউন্ডেশনে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বক্তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ