ধর্ষণের চেষ্টাকালে লম্পটের লিঙ্গ কেটে দিয়েছেন এক গৃহবধু। এর মাধ্যমে বাঁচিয়েছেন নিজের সভ্রম। তিনি দুই সন্তানের জননী। চাঞ্চল্যকর এ ঘটনা বরগুনা সদর উপজেলার কেওরাবুনিয়া ইউনিয়নের আয়লা আদাবাড়ীয়া গ্রামের। গত মঙ্গলবার গভীর রাতে সংগটিত ঘটনার পর গৃহবধু বাদী হয়ে মামলাও করেছেন থানায়। আসামী করা হয়েছে লম্পট জলিলসহ ৯ জনকে। জলিল বাদীর প্রতিবেশী। তার স্বামী কাজের জন্য বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে নানা সময় জলিল তাকে যৌন হয়রানির চেষ্টা করতেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিবাদও হয়। সে আক্রোশে মঙ্গলবার গভীর রাতে বাদীর স্বামীর অনুপস্থিতিতে জলিল ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষণ করার চেষ্টা চালায়। এরই এক ফাঁকে বিছানার কাছে রাখা ব্লেড দিয়ে জলিলের পুরুষাঙ্গ (লিঙ্গ) কেটে দেয় ওই গৃহবধু । জলিল পলাতক থাকলেও তার আপন বড় ভাই জাহাঙ্গীর জানান, এটি একটি সাজানো ঘটনা। তার ভাই চিকিৎসা নিচ্ছে। সুস্থ্য হলে তিনিও মামলা করবেন। বরগুনা থানার অফিসার ইনচার্জ শীল মনি চাকমা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রবিবার, ৬ অক্টোবর, ২০১৩
ধর্ষণের চেষ্টাকালে লম্পটের লিঙ্গ কেটে দিয়েছে গৃহবধু
ধর্ষণের চেষ্টাকালে লম্পটের লিঙ্গ কেটে দিয়েছেন এক গৃহবধু। এর মাধ্যমে বাঁচিয়েছেন নিজের সভ্রম। তিনি দুই সন্তানের জননী। চাঞ্চল্যকর এ ঘটনা বরগুনা সদর উপজেলার কেওরাবুনিয়া ইউনিয়নের আয়লা আদাবাড়ীয়া গ্রামের। গত মঙ্গলবার গভীর রাতে সংগটিত ঘটনার পর গৃহবধু বাদী হয়ে মামলাও করেছেন থানায়। আসামী করা হয়েছে লম্পট জলিলসহ ৯ জনকে। জলিল বাদীর প্রতিবেশী। তার স্বামী কাজের জন্য বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে নানা সময় জলিল তাকে যৌন হয়রানির চেষ্টা করতেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিবাদও হয়। সে আক্রোশে মঙ্গলবার গভীর রাতে বাদীর স্বামীর অনুপস্থিতিতে জলিল ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষণ করার চেষ্টা চালায়। এরই এক ফাঁকে বিছানার কাছে রাখা ব্লেড দিয়ে জলিলের পুরুষাঙ্গ (লিঙ্গ) কেটে দেয় ওই গৃহবধু । জলিল পলাতক থাকলেও তার আপন বড় ভাই জাহাঙ্গীর জানান, এটি একটি সাজানো ঘটনা। তার ভাই চিকিৎসা নিচ্ছে। সুস্থ্য হলে তিনিও মামলা করবেন। বরগুনা থানার অফিসার ইনচার্জ শীল মনি চাকমা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন