রবিবার, ৬ অক্টোবর, ২০১৩

১২ বছরের নাতনীকে ধর্ষন করলো ৬৫ বছরের দাদা



১২ বছরের নাতনীকে ধর্ষন করলো ৬৫ বছরের দাদা
নরসিংদী: নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী গ্রামে ছাদিরুল হক মঙ্গল মাস্টার নামে ৬৫ বছর বয়স্ক এক ব্যক্তি ১২ বছর বয়স্ক এক শিশুকে ধর্ষন করেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে গত ২২ আগস্ট। ধর্ষিতা শিশুটি আলোকবালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয়রা জানায়,  অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক ছাদিরুল হক মাস্টারের বাসার পাশেই থাকে ঐ শিশুটি। দীর্ঘদিন পাশাপাশি বসবাস করায় ধর্ষনের স্বীকার ঐ শিশুটি সাথে তার সম্পর্ক দাদা-নাতনী। এই হিসেবে শিশুটি প্রায়ই তার বাড়ীতে আসা-যাওয়া করতো এবং ধর্ষক শিক্ষক তাকে আদর যত্ন করে খাওয়াতো। গত ২২ আগস্ট তার বাড়ীতে কেউ ছিল না। সে শিশুটিকে তার খালি বাড়ীতে ডেকে এনে এক গ্লাস দুধ পান করায় এবং তাকে ১০টি টাকা দেয়। এরপর ধর্ষক মঙ্গল মাস্টার তাকে ফুসলিয়ে তার সাথে যৌন কামনা চরিতার্থ করে। এতে শিশুটি রক্তাক্ত জখম হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং দৌড়ে তার মায়ের কাছে গিয়ে ঘটনা অবহিত করে। কিন্তু তার মা প্রথমে ঘটনা বিশ্বাস না করে তাকে ধমক দেয়। এ অবস্থায় সে পার্শ্ববর্তী গ্রাম বাখরনগরে তার নানীর বাড়ী চলে যায়। সেখানে তার নানীকে ঘটনা জানায় এবং দেখায় বলে । এ অবস্থায় তার নানী তাকে নিয়ে নরসিংদী সেন্ট্রাল হাসপাতালে এনে চিকিৎসা করান।
পরে ঘটনা তার মাকে জানানো হলে তার মা নরসিংদী গিয়ে তার মেয়েকে দেখে-শুনে অবাক হয়ে যায়। এ অবস্থায় ঘটনাটি গ্রামে জানাজানি হয়ে গেলে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মীমাংসার নামে ঘটনাটি ধামা-চাপা দেয়ার জন্য মামলা দায়ের করতে বিলম্ব ঘটায়।
তবে গত বৃহস্পতিবার ধর্ষনের স্বীকার ঐ শিশুটি মা নরসিংদী সদর মডেল থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করে। পরে পুলিশ ঘটনাস্থলে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে মামলা রুজু করে। তবে এই মামলা নিয়েও চলছে নানা নাটক। মামলা দায়েরের পর থেকেই স্থানীয় প্রভাবশালী কিছু ব্যাক্তি ঐ পরিবারটিকে মামলা উঠিয়ে নেয়ার জন্য চাপ প্রয়োগ করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ