অবশ্য মেয়েটির বাবা জনসম্মুখে কোনো মন্তব্য করেননি।
কেরালার পুলিশ তার বাবা এবং এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২৯ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া অর্থের বিনিময়ে ওই মেয়ের সঙ্গে যৌনকাজে লিপ্ত হয়েছে এমন ব্যক্তিদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে পুলিশ।এদিকে যৌনকাজের জন্য অর্থ দিয়েছেন এমন ৭০ ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ দলগুলোকে দায়িত্ব দেয়া হয়েছে।
মেয়েটি নাম বলেছে এমন ব্যক্তিদের মধ্যে ঠিকাদার, চলচ্চিত্র নির্মাতা ও পুলিশ সদস্যও রয়েছে।একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলকে মেয়েটি বলেন, ‘বাসায় মায়ের অনুপস্থিতিতে প্রথমে আমার বাবা আমাকে ধর্ষণ করেন।
এরপর আমি চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পাবো এ কথা বলে তিনি আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন।’ওই মেয়ে জানায়, যখন তার মা বিষয়টি বুঝতে পারে, তখন তাকে চুপ থাকার জন্য তার বাবা পরিবারের সব সদস্যকে হত্যার হুমকি দেয়। এদিকে জানার পরও এই অপরাধের বিষয়টি প্রশাসনকে অবহিত না করায় তার মাকেও গ্রেপ্তার করা হয়েছে।
রাজ্যের মূখ্যমন্ত্রী ওমেন চন্ডি ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, ‘কাউকে আইনের ফাঁক গলিয়ে পার পেতে দেয়া হবে না।’পুলিশ জানায়, আত্মীয়-স্বজনরা মেয়েটির বিষয়টি জানার পর পুলিশকে অবহিত করে। বর্তমানে তাকে উদ্ধার করে একটি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
মানসিকভাবে মেয়েটি যাতে ভেঙে না পড়ে তা দেখা হচ্ছে।রাজ্য সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ড. এমকে মুনীর জানান, ‘তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের সামর্থ্যের সব কিছু করবো।
পরিপূর্ণ তত্ত্বাবধানের মাধ্যমে সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। ‘তিনি বলেন, ‘ওই মেয়ে দুই শতাধিক পুরুষ কর্তৃক ধর্ষিত হয়েছে। যেটা আপনার বিবেককে দংশিত ও স্তব্ধ করে দিবে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন