সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

যশোরে একটি কবর থেকে অনবরত ধোঁয়া বের হচ্ছে !!




ভোর ছ'টার দিকে জিন্নাত আলী নামে এক ব্যক্তি কবরে ধোঁয়া দেখেন, তারপর ‌‌‌‌তার মুখ থেকে খবরটি শহরময় ছড়িয়ে পড়ে।

কবরের লাশের মাথার দিকটায় একটি গর্ত দিয়ে অনবরত ধোয়া বের হচ্ছে। রোববার সকাল ছয়টা থেকে শুরু করে সোমবার দুপুর পর্যন্ত একটানা ধোঁয়া বের হতে থাকে এবং কবরের আশে পাশের কয়েক হাত পর্যন্ত প্রচন্ড গরম অনুভূত হতে থাকে। বৃষ্টির কারণে মাটি ভিজা তারপরও ওই কবরটির কয়েক হাত দূর পর্যন্ত মাটি থেকে গরম ভাপ বের হচ্ছে।

কবরটি দুই বছরের পুরনো। পাশেই একটি বিদ্যুতের লোহার খুটি রয়েছে। কবরের মাটির সাথে সাথে ওই খুটিও প্রচন্ড গরম।

বিদ্যুতের খুটির কারণে এমন হয়েছে কিনা কয়েকজনের কাছে জানতে চাইলে জানা যায় ঐদিন দুপুরেই ওই খুটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তারপর ও আজ দুপুর পর্যন্ত ধোঁয়া বের হয়েছে এবং আশে পাশে গরম ভাপ অনুভূত হচ্ছে। সকালের দিকে ধোয়ার পরিমাণ বেশি থাকলেও সময় যত যাচ্ছে ধোয়াও আস্তে আস্তে কমে আসছে।

তবে মাটির উত্তাপ কমছে না।


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. এএসএম মুজাহিদুল ইসলাম এর কাছ থেকে জানা যায়, অনেক সময় পলিথিন দিয়ে মুড়িয়ে লাশ দাফন করা হয়। তখন লাশ পচে এ ধরনের গ্যাস তৈরি হয়। যা ফসিলের (কঙ্কাল) ভেতর থেকে যায়। বৃষ্টির কারণেও ওই গ্যাস বের হতে পারে। তবে তিনি নিজেও স্বীকার করেছেন সেটি একটি ধারণা মাত্র, এত দীর্ঘসময় ধরে ধোঁয়া বের হওয়া এবং আশেপাশের মাটি গরম হবার কারন সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেন নি।


কেউ কেউ বলছেন হয়ত কোনভাবে গ্যাসক্ষেত্র তৈরি হবার ফলে এমনটা হচ্ছে, তবে কয়েকজন ধোঁয়ার উপরে ম্যাচের কাঠি জ্বেলে আগুন ধরাবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।


রাত আটটা পর্যন্ত সর্বশেষ পরিস্থিতিঃ এখন আর ধোঁয়া দেখা যাচ্ছেনা। তবে কবরের আশে পাশের পানি ও মাটি এখনো গরম অনুভূত হচ্ছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ