সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

Flight Root আকাশ পথে

আপনার নিকট আত্মীয় বা বাবা, মা, ছেলে, মেয়ে বা প্রিয়তম আকাশ পথে দেশে আসছেন, বা বিদেশে যাচ্ছেন? তা হলে উনি বা উনারা এই মুহুর্তে আকাশ পথে কোথায় আছেন।

কেমনি জানবেন?



ওপরের ম্যাপটি, এশিয়া ও ইউরোপে উড্ডয়নরত হাজারো উরুজাহাজের।

কিন্তু আপনার টা কোথায়?

ম্যাপ থেকে দেখার উপায় আছে।

এই লিংক এ যান


আপনার নিকট আত্মীয় বা বাবা, মা, ছেলে, মেয়ে বা প্রিয়তম এর উরুজাহাজের ফ্লাইট নাম্বারটি জানতে হবে।

বামের অপশান গিয়ে ফ্লাইট নাম্বারটি দিন, ম্যপ এ ফ্লাইটিটি কোথায় আছে আপনাকে ঐ স্থানে নিয়ে যাবে।

অনেকের ভাল লাগবে জেনে, এই যে, এটি ডাইনামিক ম্যপিং, তথা ফ্লাইটটির গতিবিধি অনবরত অগ্রসমান বা চলন্ত প্রদরওশন করবে।


উপরেরটি বাংলাদেশের আকাশ সীমাতে
সময় রাত দেড়টা।
উপভোগ করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ