সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

ট্রেনের ছাদ থেকে ফেলে তিনজনকে হত্যা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনের ভান্নারা, বরাব এবং প্রতাবপুর এলাকা থেকে সোমবার সকালে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ট্রেনের ছাদে থাকা ছিনতাইকারীদের একটি দল বাধার মুখে ওই ৩ জনকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ৩ জনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রোববার রাতে ঢাকার কমলাপুর থেকে লালমনিরহাটগামী ওই ট্রেনের ছাদ থেকে ছিনতাইকারীরা সুমন নামের এক ব্যক্তিকে একইভাবে ফেলে দেয়। সুমন বর্তমানে কোনাবাড়ি শরিফ মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি পেশায় একজন রিকশাচালক। ঢাকা থেকে তিনি বাড়ি ফিরছিলেন।
চিকিৎসাধীন সুমন এই প্রতিবেদককে জানান, ৯-১০ জন ছিনতাইকারী ট্রেনের ছাদে থাকা যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় কেউ কেউ বাধা দিলে ছিনতাইকারীরা তাদের ছাদ থেকে ফেলে দেয়।
গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ