সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

সাংবাদিকতা জগতে জয়া

অনেকটা নীরবেই সাংবাদিকতা জগতে সম্পৃক্ততা ঘটলো মডেল অভিনেত্রী জয়া আহসানের। অনলাইন পত্রিকা এটিএন টাইমস-এর পরিচালক হিসেবে যোগ দিয়েছেন তিনি। কাওরানবাজার অফিসে এরই মধ্যে পত্রিকাটির কার্যক্রম শুরু হয়েছে। জয়া আহসানও তার কাজকর্ম শুরু করে দিয়েছেন এ প্রতিষ্ঠানের হয়ে। অনলাইনটির নিয়োগ প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। তবে নিয়োগের ক্ষেত্রে পত্রিকাটি অপেক্ষাকৃত তরুণদের বেশি গুরুত্ব দিয়েছে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষক অনলাইন পত্রিকাটিকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। এটিএন টাইমস-এর প্রধান প্রতিবেদক হিসেবে যোগ দিয়েছেন প্রদীপ চৌধুরী। তিনি আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ