বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

রাজশাহীতে স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে নগ্ন ভিডিও চিত্র ধারণ

india3.jpg রাজশাহীর তানোরে স্কুলছাত্রীর নগ্ন ভিডিও চিত্র ধারণ ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে অহিদুল নামে এক স্টুডিও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ওই ব্যবসায়ীর গ্রেফতারের খবরে তার তিন সহযোগী আত্মগোপন করেছে। গত মঙ্গলবার রাতে তানোরের কালীগঞ্জহাটে অহিদুল ডিজিটাল স্টুডিওতে অভিযান চালিয়ে পুলিশ অহিদুল ইসলামকে আটক ও তাঁর ব্যবহৃত কম্পিউটার জব্দ করেছে। এ সময় স্থানীয়রা আটককৃত অহিদুল ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। আটককৃত অহিদুল ইসলাম তানোর পৌরসভার হাবিবনগর গ্রামের ছানাউল মাস্টারের পুত্র। জানা গেছে, তানোর পৌরসভার হাবিবনগর গ্রামের ছানাউল মাস্টারের পুত্র লম্পট অহিদুল ইসলাম তার তিন সহযোগীর যোগসাজশে দীর্ঘদিন ধরে স্টুডিও ব্যবসার আড়ালে প্রতারণা করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন। লম্পট অহিদুল বিভিন্ন এলাকার স্কুলছাত্রীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে গোপনে তাদের নগ্ন ভিডিও চিত্র ধারণ ও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অভিভাবকদের জিম্মি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। স্থানীয়রা জানায়, লম্পট অহিদুলের এই সহযোগিতা করে আসছে কালীগঞ্জহাট এলাকার রুবেল, সজিব ও মিলন নামের তিন যুবক। ওই তিন যুবকের সহযোগিতায় অহিদুল দীর্ঘদিন ধরে এ অপকর্ম করে আসছে। তারা কালীগঞ্জহাট এলাকার অন্যান্য কম্পিউটারের দোকানেও পুলিশের অভিযান পরিচালনার দাবি করেছে। সম্প্রতি তানোরের চাঁন্দুড়িয়া গ্রামের এক স্কুলছাত্রীর নগ্ন ডিভিও চিত্র ধারণ ও ইন্টারনেটে ছড়িয়ে দিলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। লম্পট অহিদুল তার তিন সহযোগীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে এ অপকর্ম করে আসছে। লম্পট অহিদুলের এ অপকর্মের খবর ছড়িয়ে পড়লে এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠে। এ ব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন তুহিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে অহিদুল ইসলামকে আটক ও তাঁর ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়েছে, জব্দকৃত কম্পিউটারের হার্ডডিস্কে অসংখ্য মেয়ের নগ্ন স্টিল ও ভিডিও চিত্র রয়েছে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ