ডেস্ক: ভারতে আবারও গণধর্ষণের ঘটনা ঘটেছে। ভারতের হায়দারাবাদে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছে ২৩ বছর বয়সী এক সফট্ওয়্যার প্রকৌশলী তরুণী। ওই তরুণীকে প্রথমে অপহরণ, পরে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় দুই গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাত ৮টার দিকে হায়াদ্রাবাদের তথ্য ও প্রযুক্তি পার্কের কাছের এক এলাকা থেকে ওই তরুণী অপহৃত হন। এরপর কয়েক ঘণ্টা ধরে গণধর্ষণের করে প্রায় ছয় ঘণ্টা পর রাত ২টার দিকে তরুণীকে তার হোস্টেলের সামনে নামিয়ে দেয় পেশায় গাড়িচালক ভি সতীশ (৩০) এবং এন ভেঙ্কাটেসসরালু (২৮) নামের ওই দুই দুর্বৃত্ত।
পুলিশ জানায়, গাড়ির জন্য অপেক্ষারত ওই তরুণীর কাছে অভিযুক্ত সতীশ জানতে চান যে, তিনি কোথায় যাবেন। ৪০ রুপি ভাড়ার চুক্তিতে গন্তব্যে পৌঁছে দেয়ার কথা বলে তরুণীকে গাড়িতে ওঠান তিনি। এরপর গাড়িতে আগে থেকে যাত্রীর ছদ্মবেশে বসে থাকা ভেঙ্কাটেসসরালু আর চালক সতীশ দু’জনে মিলে তাকে উপর্যুপরি ধর্ষণ করে। ঘটনাটি গত শুক্রবার ঘটলেও ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয় সোমবার। কয়েক মাস আগে ভারতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন