বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের: কারাগারে সস্ত্রীক জামায়াত কর্মী

bomb2.jpgএক জামায়াত কর্মীর বাসায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় আটক স্বামী-স্ত্রী’র জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। নগরীর বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকায় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া দু’জন হল, সক্রিয় জামায়াত কর্মী আসাদউল্লাহ (৪০) এবং তার স্ত্রী আসমা উল হুসনা (২৩)।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা মরহুম আব্দুল লতিফের বাসায় তার ছেলে জামায়াত কর্মী নছরুল্লাহ’র কক্ষে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর ওই বাসায় তল্লাশি চালিয়ে বেশকিছু বোমা ও হ্যান্ডগ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এসময় নছরুল্লাহ পালিয়ে যেতে সক্ষম হলেও তার মেঝ ভাই আসাদউল্লাহ ও তার স্ত্রীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় বাকলিয়া থানার এস আই আনোয়ার হোসেন বাদি হয়ে বিস্ফোরক আইনে সাতজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এর আগে ৭ অক্টোবর সকাল ১১টার দিকে নগরীর লালখান বাজারে হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন ছাত্র আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দু’ছাত্র মারা যায়।
এ ঘটনায় মাদ্রাসার পরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামের ছেলেসহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ