চট্টগ্রাম সিটি মেয়রের বাংলো নির্মাণে স্থিতাবস্থা
চট্টগ্রামের টাইগার পাস এলাকার পাহাড়ে সিটি
করপোরেশনের মেয়রের জন্য নির্মাণাধীন বাংলো নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার
নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি এ বি এম
আলতাফ হোসেনের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। সংবাদপত্রে প্রকাশিত
প্রতিবেদন উল্লেখ করে জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক
শুনানি শেষে হাইকোর্ট এ নির্দেশ দেয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস
অ্যান্ড পিস ফর বাংলাদেশের সেক্রেটারি এডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী রিট
আবেদনটি দায়ের করেন। তার পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। পরে মনজিল মোরসেদ
জানান, দু’মাসের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাটা ওই পাহাড়ের মাটি
ভরাট করতে মেয়রকে নির্দেশ দিয়েছেন আদালত। এরপর এ সংক্রান্ত একটি প্রতিবেদন
আদালতে দাখিল করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন