সোমবার, ২১ নভেম্বর, ২০১১

বিদ্যুৎ খাতে ভর্তুকি নিয়ে নিবন্ধন লেখার "ঠেলা" সামলান!!!



সত্যিই বাংলার মানুষ গুলোর 'শুকুর' আদায় করা বা 'সবুর' করার মানসিকতা নাই। দেশ স্বাধীন হওয়ার পর পরই আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর 'বাপজান' দেশ এবং দেশের মানুষকে 'দুধের নহর' এ ভাসিয়ে দিয়েছিল। কিন্তু মানুষ মোটেও 'শুকরিয়া' আদায় তো করলোই না কোন রকম 'সবুর'ও করলো না।[যা আমরা জানতে পারি গত ২৭-০৬-২০১১ তারিখে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর লেখা ‘ভালোর পসরা’ নামক বিনা পয়সায় বিজ্ঞাপনটি পড়ে] তিনি (বর্তমান প্রধানমন্ত্রী) গত ২৭-০৬-২০১১ তারিখের ঐ বিজ্ঞাপনে এদেশের মানুষকে “আরো ভালোর দল” বলে সম্বোধন করেছেন। সেখানে এই ‘আরো ভালোর দল’ এর সাথে মস্করা করে লিখেছেন, ‘ভালো চাই ভালো, ভালো নিবেন গো ভালো, আরও ভালো..................’ 

তারপরেও ‘আরো ভালোর দল' এর লজ্জা হয়নি। এবার লিখতে ও বলতে এসেছেন বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া নিয়ে। তাই আমাদের মাননীয়(?) প্রধানমন্ত্রী বলেছেন,“বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া নিয়ে সংবাদপত্রে স্বনামে-বেনামে নিবন্ধ লেখা হচ্ছে। সে জন্য বিদ্যুৎ বিভাগকে বলেছি, এরপর যে-ই লিখবে সঙ্গে সঙ্গে তার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিবেন।” 

“আরো ভালোর দল" এবার "ঠেলা" সামলান ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ