মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১

কে তুমি?

বালি পায়ে তোমার চলে যাওয়া অস্ত ঢাকা পথে
অনেক বিষাদ মাখা রাত ছুয়ে গেছে তোমারই শোকে
ধুলোমাখা কবিতার বই আজও আছে অবহেলাতে
তবুও কেটে গেছে অনেক সন্ধ্যা একাকি আধাঁর ঘরে।

চাদেঁর সাথে রাত কেটেছে অভিমানের চরণে
আলো নিভিয়ে সেও গেছে আমাকে ফেলে
ব্যালকনিতে তাই অনেক নষ্টালজিক উঁকি দিয়ে
অপেক্ষার প্রহর গুনে চলি আমি বেদনার সুরে।

শুকনো পাতার ভেঙ্গে যাওয়া শব্দে আজও চমকে আমি
ফেরারী পথে বসে অপেক্ষায় শুধু এই আমি।
সাজানো প্রিয় সব ফুল আজও বাগানে রং বাহারী
পাখিরা আজও গেয়ে যায় সুর আগমনী।

চমকে উঠা এক চেনা শব্দে অচেনা সুরে
কোন ক্লান্ত দুপুরে আমারই বেদনা বিষাদে
এলোচুলে অনেক হরিয়ে যাওয়া কবিতা নিয়ে
আবেগ ভরা দু হাতে আমারই পাশে তুমি কে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ