বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা উত্তর? নাকি ঢাকা দক্ষিণ?

খুব হাস্যকর যুক্তিতে পৃথিবীতে নজির স্থাপন করার মাধ্যমে ঢাকা দু ভাগে বিভক্ত হল। নাম হল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ। দু'ঢাকায় দু'জন মেয়র হবেন। দু'ঢাকায় দু'জন উন্নয়ন কাজ করবেন। যে ঢাকায় সরকারী দল ক্ষমতায় থাকবে সে ঢাকায় তখন উন্নয়ন বেশি হবে। যে ঢাকায় বিরোধী দল থাকবে সে ঢাকার উন্নয়ন হবে না। সে ঢাকায় জনভোগান্তি হবে চরম।
যাই হোক, আহাম্মকি সিদ্ধান্তে ঢাকা ভাগ হয়েছে। ভাল কথা। কিন্তু এখন প্রশ্ন, সাধারণ জ্ঞান এর প্রশ্ন যদি আসে, বাংলাদেশের রাজধানী কোথায় অবস্থিত? তবে উত্তর কী হবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ