মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১১

ভারতের ঘোষন আর পানি মন্ত্রীর কথা শুনে আমি টাস্কিত হইলাম!!!!

আজ ভারতে পররাষ্ট্র মন্ত্রানালয় ঘোষন করেছে যে টিপাই মূখী বাধ হলে বাংলেদেশের কোন ক্ষতি হবে না ।বিদ্যুৎ উত্পাদনের লক্ষ্যে প্রকল্পটিতে বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। কিন্তু সেচকাজের জন্য নদীর গতিপথ পাল্টে দেওয়া হবে না। ভারতের এই মিষ্টি কথায় আমাদের দেশের মন্ত্রীদের মুখে যেন খুশির খই ফুটেছে তারা খুব সস্তিতে আছে । শিয়ালের ফাদে এই সরকার পা দিয়েছে তার ভোগান্তি পোহাতে হবে এই দেশের জনগন কে ।

কি হবে যদি ভারত টিপাই মুখে বাধ দেয়ঃ

এই বাধটি তৈরি করা হবে মনিপুরের বারাক নদীতে এর গড় ঊচ্চতা হবে ৫৬৪ ফিট যা একটি ৬০ তলা ভবনের সমান উচু এবং দৈর্ঘ হবে ১২৮০ ফিট। এই বাধটি ধারন করবে লক্ষ লক্ষ গ্যলন পানি । যদি বাধ কতৃপক্ষ পানি ধারন করতে না পারে তাহলে বাধ রক্ষার জন্য লক্ষ লক্ষ গ্যালন পানি তারা যে কোন সময় ছেড়ে দিবে যার ফলে অ সময়ে হবে বন্যা এটিকে বলে ফ্ল্যাশ ফ্লাড ,২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভেদায় একটি ফ্লাশ ফ্লাডের কারনে ১ ঘন্টায় লক্ষ লক্ষ একর জমি পানির নিচে তলিয়ে যায় এবং পৃথিবির সুন্দর একটি শহর লাসভেগাসে বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। তাহলে বাংলাদেশের কি হবে তা বুঝতে পারছেন?

এই বাধ নদীর পানির স্বাভাবিক পথ পরিবর্তন করবে ,শুষ্ক মৌসুমে নদীতে পানি শুকিয়ে যাবে এবং প্রচুর পলিমাটি দিয়ে নদীর গভিরতা কমিয়ে দেবে এবং বর্ষাকালে পানি যখন ছেড়ে দেবে তখন নদী তার দুই পাড় ভাংতে থাকবে 


বাধের কারনে নদী শুকিয়ে গেলে সিলেট সহ পূর্বঞ্চলীয় এলাকায় পানির সল্পতা দেখে দেবে এর ফলে ফসল উৎপাদনে খরচ বেশি হবে এবং খাদ্য দ্রব্যের দাম বৃদ্ধি পাবে এই খাদ্য ঘটতি মেটাতে আবার ভারত থেকে খাদ্য আমাদানি করতে হবে ।
অন্তঃত্ব কয়েক বছর ভূতত্ত্বে পড়াশুনা করে বুঝতে পেরেছি নদী মানুষের জীবনে কি প্রভাব ফেলতে পাড়ে ,নদী যেমন কোন দেশের জন্য আশির্বাদ আবার কোন দেশের অর্থনীতি ধবংশ করতে লাগে মাত্র কয়েক ঘন্টা 

পৃথিবিতে এমন কোন জাতি পাইবেন না যারা নিজের পায়ে নিজে কুড়াল মারিয়া সুখ অনুভব করে । আমরা সেই জাতি যাদের আছে মাহাবুব আতেলের মত মন্ত্রী,যার জ্ঞানের পরিসিমা উর্ধাকাশ ভেদ করিয়া বিশ্বব্রহ্মণ্ড সীমা অতিক্রম করিয়াছে । টিপাইমুখ বাঁধ ও জলবিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণের ব্যাপারে গতকাল তিনি বলেন, এ ধরনের চুক্তি করার ব্যাপারে বাংলাদেশকে আগে থেকে অবগত করার কোন কথাও ছিল না। এ ব্যাপারে এ পর্যায়েই আমাদের আপত্তি বা প্রতিবাদ জানানোর কিছু নেই। অভ্যন্তরীণ বিষয়ে তারা চুক্তি করতেই পারে। 

কি আর বলিব যেখানে কাদের সাহেব গতপরশু বলিলেন ভারত যদি ক্ষতিকর কিছু করে তা হবে দূর্ভাগ্য!!!!!
এছাড়া আর কি বলার আছে তার।

সবার কাছে আবেদন এই দেশকে রক্ষা করার দ্বায়িত্ব আমাদের,কারন এই মাটিতে আমার আপনার সবার জন্ম ,আমি আপনি যদি এই দেশ কে রক্ষা না করি তাহলে আপনি আপনার মায়ের সাথে বেইমানি করলেন ,আর আপনার সন্তানের ভবিষ্যত নষ্ট করলেন ।এই সব রাজনিতিবিদ আমাদের ভবিষ্যত ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ