আল্লার সৃষ্টি জীব হয়েও কুকুর আমাদের কাছে এত ঘৃণিনত কেন? কুকুর কি আল্লাহুর কছেও ঘৃণিত? যদি পূর্বে কুকুরের পাপের কারণে বর্তমানের কুকুরা ঘৃনিত হয় তবে বর্তমানের কুকুররা তাদের ঘৃণার কারণ জানে কি? আর পূর্বের কুকুরের পাপের কারণে বর্তমান কুকুরা পাপী হবে কেন? একজনের পাপ কি অন্যের ঘারে যায়? তাহলে দাদার পাপের জন্য কি নাতী গোনাহগারী হয় বা শাস্তি পায়? কিন্তু আল্লাহু তো ন্যায় বিচারক একজনের পাপের ভার অন্যের কাধে দেন কি? যদি তাই হয় তাহলে আসল ব্যাপারটা কি? যদি কুকুর ঘৃনিত হয় তবে তাকে ঘৃণা করাই বা দুরে সরে যাওয়াইতো পুণ্যের কাজ হবে, তবে কুকুর কে বাঁচিয়ে এক পাপি (বেইস্যা) বেহেস্তে গেল কেন? যদিও বলা হয় জীবের প্রতি দয়া দেখানোর জন্য সে বেহেস্তে গেল, যদি তাই হয় তবে অন্য সময় কুকুরকে জীব হিসাবে দয়া না করে তাকে ঘৃণিত বলা হয় কেন?
যদিও আমি দেখেছি অনেকে আছে যে তাদের পোষা কুকুরের মৃত্যুতে কেঁদেছে। আর ইংরেজ সাহেবরাতো কুকুরকে অনেকটা নিজের সন্তানের মতই লালন পালন করে। আমাদের দৃষ্টিতে তারা বিধর্মী তারাও একপ্রকার পাপী কারণ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনাই, তবে তারাও কি কুকুরকে ভালবেসে পুণ্যের কাজ করছে?
একারণে কি তারা বেহেস্তে যেতে পারবে? আর যারা ঘৃণা করে,
আল্লাহুর সৃষ্টি জীবকে ঘৃণায় পূণ্য আছে কি?
যদিও আমি দেখেছি অনেকে আছে যে তাদের পোষা কুকুরের মৃত্যুতে কেঁদেছে। আর ইংরেজ সাহেবরাতো কুকুরকে অনেকটা নিজের সন্তানের মতই লালন পালন করে। আমাদের দৃষ্টিতে তারা বিধর্মী তারাও একপ্রকার পাপী কারণ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনাই, তবে তারাও কি কুকুরকে ভালবেসে পুণ্যের কাজ করছে?
একারণে কি তারা বেহেস্তে যেতে পারবে? আর যারা ঘৃণা করে,
আল্লাহুর সৃষ্টি জীবকে ঘৃণায় পূণ্য আছে কি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন