বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য এ টি আহমেদুল হক চৌধুরীকে প্রতিষ্ঠানের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২০০৯ সালের ২৩ জুন পিএসসিতে যোগ দেওয়ার আগে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন আহমেদুল হক।
এদিকে আহমেদুল হক চেয়ারম্যান হওয়ায় তার শূন্য পড়ে পিএসসি-তে একজন সদস্য নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসনের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব কাজী নাসিরুল ইসলামকে সদস্য নিয়োগের প্রজ্ঞাপনও বুধবার জারি করা হয়।
সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি পিএসসি’র চেয়ারম্যান ও সদস্য পদে এসব নিয়োগ দেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন